খামার ব্যবস্থাপকের কার্যালয়, মৎস্য বীজ উৎপাদন খামার, শঠিবাড়ী, রংপুর জেলাধীন মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে রংপুর- বগুড়া মহাসড়কের পার্শ্বে মিঠাপুকুর উপজেলা সদর হইতে দক্ষিণ দিকে প্রায় ৩ কিঃ মিঃ দূরে শঠিবাড়ী হাই স্কুলের পূর্ব পার্শ্বে অবস্থিত। খামারটির মোট আয়তন ৬.৬৪ একর। ছোট বড় মিলে ৫টি পুকুর আছে যাহার জলায়তন ৩.০৩ একর। মৎস্য অধিদপ্তর, বাংলাদেশের মাধ্যমে জাতিসংঘ শিশু তহবিল (United Nations Children's Fund) এর সহযোগিতায় এলাকায় সুলভ মূল্যে মাছের রেণু ও পোনা সরবরাহের নিমিত্তে প্রায় ১৯৬৮-৬৯ সালে এই মৎস্য বীজ উৎপাদন খামারটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৮-৮৯ইং সালে “১৩টি মৎস্য বীজ উৎপাদন খামার উন্নয়ন ও কুড়িগ্রামে মৎস্য বীজ উৎপাদন খামার স্থাপন প্রকল্প” এর মাধ্যমে খামারটির উন্নয়ন করা হয়। ২০১৬-১৭ আর্থিক সালে “স্বাদু পানির চিংড়ি চাষ সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় অত্র খামারে গলদা চিংড়ি পিএল উৎপাদন হ্যাচারি র্নিমিত হয়েছে। বর্তমানে রাজস্ব খাতের আওতায় অত্র খামারে উন্নত মানের রেণু, পোনা, গলদা চিংড়ির পিএল, জুভেনাইল উৎপাদন করা হচ্ছে। খামারটি এলাকায় মৎস্য সম্পদ উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস